ইরাকে যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় লিখেছেন, ‘অল ইজ ওয়েল।’
টুইটারে এই বার্তায় ট্রাম্প বলেন, ‘সবকিছুই ঠিক আছে! ইরান থেকে ইরাকের দুটি মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এখন ক্ষয়ক্ষতির হিসাব করা হচ্ছে। এখন পর্যন্ত সব কিছুই ভালো আছে। পৃথিবীর যে কোন দেশের আমাদের শক্তিশালী সেনাবাহিনী এবং সুসজ্জিত বহর রয়েছে। আগামীকাল সকালে আমি এই নিয়ে বিবৃতি দেব।’
Donald J. Trump
✔@realDonaldTrumpAll is well! Missiles launched from Iran at two military bases located in Iraq. Assessment of casualties & damages taking place now. So far, so good! We have the most powerful and well equipped military anywhere in the world, by far! I will be making a statement tomorrow morning.
এদিকে, ইরাকের ভূখণ্ডে দুটি মার্কিন ঘাঁটিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর পর মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ‘আমরা বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ইরাকে আমাদের সেনা মোতায়েন রয়েছে; আমরা অবশ্যই তাদের নিরাপত্তা নিশ্চিত করবো এবং অপ্রয়োজনীয় উস্কানির অবসান ঘটাব।’
ন্যান্সি পেলোসি ইরানকেও সংঘাত বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ‘এ মুহূর্তে নতুন করে কোনো যুদ্ধের ভার বহন করার মতো ক্ষমতা আমেরিকা এবং বিশ্বের নেই।’
বুধবার (৮ জানুয়ারি) ইরাকে যুক্তরাষ্ট্রের দুটি সামরিকঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়া শুরু করেছে বলে জানিয়েছে ইরান।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, লেঃ জেনারেল কাসেম সোলাইমানির উপর আগ্রাসী মার্কিন সেনাদের সন্ত্রাসী ও অপরাধমূলক হামলার কঠোর জবাব দিতে আইন আল-আসাদ ঘাঁটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল সোলাইমানিকে হত্যার কাপুরুষোচিত পদক্ষেপের ‘কঠোর প্রতিশোধ’ নেয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে। আজ (বুধবার) ভোররাতে ইরাকে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ‘আইন আল-আসাদ’র ওপর ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অসংখ্য ক্ষেপণাস্ত্র বর্ষণ করে ঘাঁটিটিতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানটির নাম দেয়া হয়েছে ‘শহীদ সোলাইমানি’ এবং এই অভিযানের মাধ্যমে যে ‘মহান বিজয়’ অর্জিত হয়েছে সেজন্য বিবৃতিতে ইরানের মুসলিম জাতিকে অভিনন্দন জানানো হয়েছে।
CNNcrimenews.