সরকার ইভিএমের মাধ্যমে নীরবে ভোট চুরি করতে চায়, এমন আশঙ্কা করেছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (৬ জানুয়ারী) সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন এ সময় তার সঙ্গে ছিলেন।
আমীর খসরু বলেন, ইভিএম নীরবে ভোট চুরির একটি প্রকল্প। এই ব্যবস্থায় জনগণ ভোট দিলেও ফলাফলের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে থাকবে। বর্তমান সরকার এবং ইসির অধীনে সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে খসরু বলেন, তারপরও শুধু গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই ভোটে অংশ নিচ্ছে তার দল।বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা গণমাধ্যমকে বলেন, ইভিএম থেকে সরে আসার কোনো সুযোগ নেই। সব প্রার্থীকে সমান সুযোগ দেয়া হবে। অযথা কাউকে হয়রানি বা গ্রেপ্তার করা হবে না বলেও জানান তিনি।
এর আগে, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিকেল চারটায় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল। বিএনপি’র ছয় সদস্যের প্রতিনিধিদলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা বিজন কান্তি সরকার ও বিএনপি’র যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। আর প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর বৈঠকে উপস্থিত ছিলেন।
এছাড়াও, বৈঠক উপস্থিত ছিলেন ঢাকা উত্তরের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল, দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
CNNcrimenews.