হাটহাজারীতে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম (২১) ও সোলাইমানকে (২২) আটক করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) উত্তর মার্দাশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, শনিবার (৪ জানুয়ারি) রাতে কয়েকজন যুবক এক কিশোরীকে অচেতন করে ধর্ষণ করে। এ ঘটনায় উত্তর মার্দাশা ইউনিয়ন থেকে দুইজনকে আটক করা হয়েছে। ভিকটিমকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ধর্ষণের মামলা রুজুর প্রস্তুতি চলছে।
উত্তর মার্দাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনজুর হোসেন চৌধুরী মাসুদ বলেন, বাবা মারা যাওয়ার পর থেকে মেয়েটি তার পরিবার নিয়ে নানার বাড়ির কাছে একটি ভাড়া বাসায় থাকতো। সন্ধ্যা সাতটার দিকে নানার বাড়ি থেকে নিজের বাসায় যাওয়ার পথে চার যুবক তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় মেয়েটির সঙ্গে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে অচেতন করে পাশবিক নির্যাতন চালায়।
CNN।crimenews