বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান সিঁথি খালেদার সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে যাচ্ছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার পরিবারের সদস্যরা রোববার (৫ জানুয়ারি) বিকেল ৩টায় ওই হাসপাতালে তার সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন।কোকোর স্ত্রী, সন্তান ও খালেদা জিয়ার বোন সেলিমা ইসলামসহ পাঁচজন তার সঙ্গে সাক্ষাৎ করবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেসউইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, বিকেল ৩টায় পরিবারের সদস্যরা চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন।
CNN।crimenews