সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ এক দুবৃর্ত্তকে আটক করেছে বনবিভাগ।
বৃহস্পতিবার সকালে বনের নন্দবালা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের নুরাবি শেখের ছেলে মোঃ রাজ্জাক।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা (এসও) মোঃ কামরুল হাসান সিএনএন ক্রাইম নিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুর্বৃত্ত রাজ্জাককে বনের নন্দবালা এলাকা থেকে হরিণ শিকারের বিপুল পরিমাণ ফাঁদসহ আটক করা হয়।
আটককৃতের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের পর বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট কোর্টে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

