আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর প্রচারে জমে উঠেছে চট্টগ্রাম-৮ আসনের (চান্দগাঁও-বোয়ালখালী) উপনির্বাচন। আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ নৌকা প্রতীক আর বিএনপি প্রার্থী আবু সুফিয়ান ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের গণসংযোগে সরগরম পুরো নির্বাচনী এলাকা। দুই প্রার্থীই কালুরঘাট সেতু বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন।
আওয়ামী লীগের মোছলেম উদ্দিন ও বিএনপির আবু সুফিয়ান ছাড়াও এ আসনে প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থীরা হলেন- বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ (টেলিভিশন), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ আহমদ (চেয়ার), ন্যাপের বাপন দাশগুপ্ত (কুঁড়েঘর) এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক (আপেল)।চট্টগ্রাম-৮ উপ-নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন, চট্টগ্রাম শহর সংলগ্ন বোয়ালখালী অতীব উর্বর একটি বৃহদাকারের উপজেলা। কিন্তু উপজেলার কোথাও বিনোদনের জন্য দৃশ্যমান কোন সুযোগ সুবিধা না থাকায় এলাকাবাসী বিনোদন বঞ্চিত। তাই নির্বাচিত হলে কালুরঘাট থেকে বোয়ালখালী ভান্ডালজুড়ী পর্যন্ত কর্ণফুলীর তীরে বিনোদন স্পট গড়ে তোলার যাবতীয় অবকাঠামো নির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি আসন্ন উপ-নির্বাচনে তাঁকে চেয়ার প্রতীকে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি উদাত্ত আহবান জানান। গতকাল বৃহস্পতিবার বিকেল ২টা থেকে বোয়ালখালী থানাধীন আকুবদন্ডী, সৈয়দপুর, পোপাদিয়া ও চরণদ্বীপ এলাকায় গণসংযোগকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলা ইসলামিক ফ্রন্টের সাধারণ সম্পাদক হাফেজ জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খ ম মোজাম্মেল হক, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা শাহেদুল আলম, ইসলামী ছাত্রসেনার চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন জাহেদ, সাধারণ সম্পাদক তাওহীদ মুরাদ সুমন, আব্দুল মান্নান, নুরুল হুদা, মাওলানা আলমগীর, এম, মঞ্জুর হোসেন মঞ্জু, ইসমত হোসেন সাদেক, মহিউদ্দিন ইমন, মো: মামুনুর রশীদ, মো: বাবুল, মো: তৌহিদ, আব্দুল আহাদ, জমির উদ্দিন, সিরাজুল মোস্তফা সুমন, আবু তৈয়ব, মো: সাইফুল, আবু মুছা, সাজ্জাদ হোসেন, আহমেদ রেজা, সালাহউদ্দিন, মো: মাসুদ, আরমান উদ্দিন, মোহাম্মদ মানিক প্রমুখ। CNN।crimenews