ইরাকে মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিয়ে বলেছেন, এজন্য তেহরানকে চরম মূল্য দিতে হবে।
এক টুইটবার্তায় বুধবার ট্রাম্প বলেন, শুক্রবার ইরান ইরাকের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়ে মার্কিন ঠিকাদারকে হত্যা এবং বেশ কয়েকজনকে আহত করেছিল। হামলার জন্য এর পুরো দায় ইরানকেই নিতে হবে।আমাদের যে কোনো স্থাপনায় প্রাণহানি বা ক্ষয়ক্ষতির জন্য ইরানকেই পুরোপুরি দায়ী করা হবে। অনেক বড় মূল্য দিতে হবে তাদেরকে! এটি কোনো সতর্কবার্তা না, এটি একটি হুমকি। নতুন বছরের শুভেচ্ছা!
রোববারের ওই বিমান হামলায় ইরান সমর্থিত কাতাইব হিজবুল্লাহ (কেএইচ) সংগঠনটির অন্তত ২৫জন সদস্য নিহত এবং অর্ধশতাধিক আহত হয়। ওই হামলার প্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দুতাবাসে হামলা ও ভাঙচুর করে বিক্ষুব্ধ শিয়া মিলিশিয়া সমর্থকরা।


এছাড়া তাৎক্ষণিকভাবে ওই অঞ্চলে সাড়ে ৭শ’ মার্কিন সেনা মোতায়েন করার ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। আগামী কয়েকদিন ইরাকি সেনাবাহিনীর অতিরিক্ত একটি দলও সেখানে থাকবে।
সিএনএন ক্রাইম