ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ও ফজলে নূর তাপস মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দিয়ে ফজলে নূর তাপস বলেন,নির্বাচনে জয়ী হলে মৌলিক নাগরিক সুবিধাগুলো পূরণ করতে কাজ করবো। বিএনপিসহ সবাইকে নিয়ে ঢাকাকে উন্নত করতে কাজ করবো। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে কাজ করবো। সেসময় প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করার আশ্বাস দেন তিনি।অপরদিকে ঢাকা উত্তরের নৌকার প্রার্থী আতিকুল ইসলাম বিএনপিকে পুরো সময় ভোটের মাঠে থাকার আহ্বান জানানোর পাশাপাশি নির্বাচনে জয়ী হলে এবার কোনো ওয়ার্ড কাউন্সিলর ক্যাসিনোবাজ হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী দুই সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ ৩১ ডিসেম্বর ২০১৯, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি ২০২০।প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জানুয়ারি পর্যন্ত আর প্রতীক বরাদ্দ করা হবে ১০ জানুয়ারি ২০২০।
সিএনএন ক্রাইম