আজ সোমবার (৩০ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে তিনি আরো জানান, নিরাপত্তার জন্যই এমন নির্দেশনা দেয়া হয়েছে।তিনি বলেন, এবারও বাসা বাড়ির ছাদে বা উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না। তবে চার দেয়ালের ভেতরে অনুমতি নিয়ে অনুষ্ঠান আয়োজন করা যাবে।
তিনি জানান, গুলশান এবং ডিপ্লোমেটিক জোনে বিশেষ নিরাপত্তা বলয় থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যা ৬টার পর পরিচয়পত্র ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। আতশবাজি এবং বিস্ফোরক দ্রব্য পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। তিনি আরো জানান, সাদা পোশাকে গোটা নগরীজুড়ে পুলিশের নিরাপত্তা থাকবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নয়াপল্টনে ককটেল বিস্ফোরনের ঘটনায় জড়িতদের অচিরেই চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
সিএনএন ক্রাইম