প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম আসছেন আগামীকাল রোববার। ভাটিয়ারিস্থ বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) দীর্ঘ মেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত প্রেসিডেন্ট কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন তিনি।
পরে তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। সেখান থেকে তিনি ওইদিন ঢাকায় ফিরে যাবেন জানিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, নগরী বা জেলায় প্রধানমন্ত্রীর আর কোনো কর্মসূচি নেই। এক সপ্তাহের মাথায় চট্টগ্রামে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর।গত ২২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের পতেঙ্গায় নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
সিএনএন ক্রাইম