জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক নির্বাচিত হয়েছেন রওশন এরশাদ এবং চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জিএম কাদের। আর মহাসচিব নির্বাচিত হয়েছেন মশিউর রহমান রাঙ্গা।
শনিবার (২৮ ডিসেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশে (আইইবি) জাতীয় পার্টির নবম সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।এর আগে সকাল ১০টায় জাতীয় পার্টির সম্মেলন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন জাপার চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা ও সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের।
সম্মেলনে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।জাতীয় পার্টির গঠনতন্ত্রে সংশোধনী এনে রওশন এরশাদের জন্য প্রধান পৃষ্ঠপোষক পদ সংযোজন করা হয়। এছাড়া জাতীয় পার্টিতে দুইজন কো-চেয়ারম্যান করার বিধান থাকলেও সেটিতেও সংশোধনী আনা হয়েছে। এখন জাতীয় পার্টিতে চারজন কো-চেয়ারম্যান হবেন।
এদিকে জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পত্নী রওশন এরশাদ ছাড়াই পার্টির নবম জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশন সমাপ্ত হয়েছে।
সিএনএন ক্রাইম