রাজধানীর বাড্ডা থেকে হরকাতুল জিহাদ (হুজি) বাংলাদেশের ছয় নেতাকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান ডিএমপি উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
তিনি জানান, এ সময় তাদের কাছ থেকে ১০০ এমএল ক্লোরোফর্ম, একটি ছুরি ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে, যা তারা ডাকাতির কাজে ব্যবহার করতো।
তিনি আরও জানায়, হরকাতুল জিহাদের এই সংগঠনটিকে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি উজ্জল কারাগার থেকে এদের পরিচালনা করতো। তাঁদের সঙ্গে আরও কেউ হরকাতুল জিহাদের সদস্য রয়েছে কিনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।
সিএনএন ক্রাইম