বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম জানায়, পাঞ্জাবের অমৃতসরের আজনালা ব্লকের খ্রিস্টান ফ্রন্টের প্রেসিডেন্ট সোনু জাফরের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার ( ২৫ ডিসেম্বর) ওই মামলাটি দায়ের হয়। এ সময় টেলিভিশন অনুষ্ঠানের একটি ফুটেজও জমা দেওয়া হয়েছে। ফুটেজটি বড়দিনের আগের সন্ধ্যায় সম্প্রচারিত হয়েছিল।সূত্র জানায়, পাঞ্জাবের অমৃতসরে দায়ের করা মামলায় পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান এবং কমেডিয়ান ভারতী সিংকেও আসামি করা হয়েছে।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ওই অনুষ্ঠানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করা হয়েছে। অমৃতসরের আজনালা থানায় ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।অমৃতসরের আজনালা থানায় ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। অমৃতসরের রুরাল এসএসপি বিক্রম জিৎ দুগ্গাল বলেছেন, আমরা তিন জনের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করেছি আর এনিয়ে তদন্ত শুরু হয়েছে।
সিএনএন ক্রাইম