গেল সাড়ে চার বছরে ঢাকা শহরের ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে সক্ষম হয়েছেন দাবি করে তার রাজনৈতিক জীবনের কঠিন সময়ে ঢাকাবাসীকে পাশে চাইলেন দক্ষিণ সিটি করপোরশনের মেয়র সাঈদ। এসময় আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন তিনি।
বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে ফরম তুলতে এসে আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন তিনি।সাঈদ খোকন বলেন, অমার বাবা মোহাম্মদ হানিফ অবিভক্ত ঢাকার প্রথম নির্বাচিত মেয়র। বাবার হাত ধরেই আমি রাজনীতিতে এসেছি। তিনি আজ বেঁচে নেই। বাবার অবর্তমানে আমার নেত্রী শেখ হাসিনাই আমার অভিভাবক। তিনি আমার জন্য যেটা ভালো মনে করবেন, সেটাই করবেন।
তিনি বলেন, গত সাড়ে ৪ বছর ঢাকার ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে সক্ষম হয়েছি। অনেক কাজ করেছি। এখনো কিছু কাজ বাকি আছে। দায়িত্ব পেলে বাকি কাজগুলো সম্পন্ন করবো। এখন রাজনীতিতে আমার কঠিন সময় যাচ্ছে। এই সময়ে আমি আপনাদের কাছে আহ্বান জানাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।
সিএনএন ক্রাইম