হাটহাজারীর শিকারপুর লালা চন্দ্র বিলের মাঝপথে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় মো. ওসমান গনি (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশ।
বৃহস্পতিবার (৮ জুন) বিকালে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের পিছনে অনন্যা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মদুনাঘাট তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান।
গ্রেপ্তারকৃত মো. ওসমান গনি (২৫) সন্দ্বীপের মুছাপুর দোহারহাট বেচু ডাক্তারের বাড়ীর মো.জাফরের ছেলে। সে বর্তমানে বায়েজিদ থানাধীন ভাড়া ঘরে থাকেন।
পুলিশ সূত্রে জানা যায়- গত ১০ এপ্রিল ২০২৩ সোমবার, রাতে ভিকটিম মো. মিরাজ (১৮) নামে এক অটো রিক্সা চালককে আমান বাজার হতে নেয়ামত আলী রোডের উদ্দেশ্যে ভাড়ায় নিয়ে আসে ওসমান গনিসহ সংঘবদ্ধ চক্র। ইডেন নুর স্কুল ও পাঁচ কড়ি চৌধুরীর দিঘীর ঠিক মাঝামাঝি অবস্থানে জনশুন্য অন্ধকারে রিক্সা থামিয়ে ভিকটিম মিরাজকে হাত পা বেঁধে ছুরিকাঘাত করে ছিনতাইকারী ওসমান গণিসহ সংঘবদ্ধ চক্র অটো রিক্সা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশ এসে ভিকটিমকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।
তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আলমগীর হোসাইন ভয়েস অফ এশিয়াকে বলেন, ঘটনার পর থেকে আমরা বিভিন্নভাবে চেষ্ঠা করেছি ঘটনার রহস্য এবং মুলহোতাদের আইনের আওতায় আনতে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অনন্যা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অটোরিক্সাসহ ছিনতাইকারী ওসমান গণিকে আটক করতে সক্ষম হই। সে ঘটনার সাথে জড়িত বলে উপস্থিত জনসম্মুখে স্বীকারোক্তি দেন। আজ মামলা রুজু পরবর্তী ছিনতাইকারীকে আদালতে প্রেরণ করা হবে।
গ্রেপ্তার ওসমান গণির নামে চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় ছিনতাই, ইয়াবা কারবার ও অস্ত্র মামলা রয়েছে জানান এ পুলিশ কর্মকর্তা।