কক্সবাজার থেকে ঢাকায় আনা হচ্ছিল ইলিশ মাছভর্তি বাক্স। আর সেই মাছের বাক্স তল্লাশি করতেই মিললো ১১ হাজার পিস ইয়াবা।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর শনিরআখড়া এলাকায় অভিযান চালিয়ে ইলিশ মাছের বাক্সে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় চার মাদক চোরাকারবারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।আটককৃতরা হলেন-আবেদ হোসাইন (৩৬), মিজান (২৯), বাপ্পী (৩৫) ও শাহেদ (৩৫)।
এ সময় তাদের সঙ্গে থাকা ইলিশ মাছভর্তি বাক্সে অভিনব পন্থায় লুকানো অবস্থায় ১১ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির ১ হাজার ৮০০ টাকা, ৬টি মোবাইল, ৪ টি চ্যানেল বাক্স উদ্ধার করা হয়েছে।র্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী গণমাধ্যমকে জানান, রাজধানীর শনিরআখড়া এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে আসা চার মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে। আটককৃতরা ইলিশ মাছের বক্সে অভিনব পন্থায় ইয়াবা বহন করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সিএনএন ক্রাইম