ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার পর বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এ কথা জানায়।
ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট প্রান্তে দেড় শতাধিক যাত্রীবাহী পরিবহন আটকা পড়েছে। অপরদিকে গোয়ালন্দ মোড়, বিজয় একাত্তর স্মৃতি চত্ত্বর থেকে ৩ কিলোমিটার পর্যন্ত পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানসহ সকল যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে। এছাড়া পদ্মা নদীতে ১৫টা ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।এ ব্যাপারে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আবদুল্লাহ রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
সিএনএন ক্রাইম