চট্টগ্রাম বিআরটিএ-র ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাত দশটায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ম্যান ইলিয়াছ।
তিনি বলেন, সাড়ে ১০টার দিকে আগুনের খবর পেয়ে বায়েজিদ ফায়ার স্টেশনের দুইটি ইউনিট এবং হাটহাজারি ফায়ার স্টেশনের দুইটি ইউনিট প্রায ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন সংঘটিত হওয়ার কারণ ও ক্ষতি তদন্ত করছি।
বিআরটিএ’র গাড়ির নেমপ্লেট তৈরির একটি কক্ষে আগুন লেগেছে বলে জানান ফায়ার ম্যান ইলিয়াছ।