চট্টগ্রাম নগরীর সিআরবিতে প্রমা আবৃত্তি সংগঠনের বসন্তবরণ অনুষ্ঠানে বাধা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সিআরবির শিরীষতলায় উৎসবে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাগবিতন্ডার সৃষ্টি হয়।
প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে শিরীষতলায় প্রমার বসন্তবরণ অনুষ্ঠান করতে অনুমতি নেওয়া হয়। তারা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠান করতে অনুমতি দেয়। তবে শর্ত দেয়, উচ্চস্বরে গান-বাজনা করা যাবে না।
তিনি বলেন, আজ বসন্তবরণ উৎসব। এখানে গান-বাজনা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এটি প্রতিবছর আমরা করে আসছি। কিন্তু আজ (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠান শুরুর এক ঘণ্টার মধ্যে রেলওয়ে পূর্বাঞ্চলের ওয়েলফেয়ার পরিদর্শক রুবাইত হোসেন এসে বাধা দেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের সিনিয়র ওয়েলফেয়ার অফিসার মো. আলী বলেন, তারা উচ্চস্বরে গান-বাজনা করছে। এজন্য বাধা দেওয়া হয়েছে। অনুমতি দেওয়ার সময় তাদের শর্ত দেওয়া হয়েছিল- অনুষ্ঠান করা যাবে, কিন্তু উচ্চস্বরে গান-বাজনা করা যাবে না।
সংস্কৃতিপ্রেমীরা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, আমাদের চেতনায় ভাস্বর মাতৃভাষার আন্দোলন তুঙ্গে পৌঁছেছিল এই কৃষ্ণচূড়া-পলাশ ফোটার বসন্তকালে। গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ-পূর্ব অসহযোগ আন্দোলনও দানা বেঁধেছিল বসন্ত ঋতুতে।
স্বাধীন বাংলাদেশেও গণতন্ত্রের দাবিতে স্বৈরাচারবিরোধী আন্দোলন বার বার পথ খুঁজে পেয়েছে বসন্তকালে। বসন্ত তাই বাঙালির জীবনে বাঁধনহারা হয়ে সৃষ্টির উল্লাসে প্রেমের তরঙ্গে ভাসার সময়। এমন আয়োজনে বাধা দেওয়া কারও কাম্য নয়।