মালয়েশিয়ায় করোনা ভাইরাসের সংক্রমণরোধ এবং নিয়ন্ত্রণে দেশটির নাগরিকদের পাশাপাশি বৈধ-অবৈধ বিদেশিদের বিনামূল্যে টিকা প্রদানের ঘোষণা দিয়েছে সরকার। টিকা দেয়ার আগে অবৈধ বিদেশিদের বিনাশর্তে সাধারণ ক্ষমা ঘোষণারও দাবি জানিয়েছেন দেশটির সেলাঙ্গর প্রদেশের ক্লাং এর সংসদ সদস্য চার্লস অ্যান্থনি সান্তিয়াগো।
শুক্রবার (১২ জানুয়ারি) বৈধ-অবৈধ বিদেশিদের বিনামূল্যে টিকাদানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সাংসদ বলেন, দেশটিতে প্রায় ১০ লাখ অনিবন্ধিত বিদেশি নাগরিক রয়েছেন। তাদের সবাইকে অভিবাসন নীতিতে টিকা দেয়ার আগে শর্তহীন সাধারণ ক্ষমার অনুরোধ জানাচ্ছি।
সাংসদ জানান, করোনার প্রাদুর্ভাব ঠেকাতে অবৈধ বিদেশিদের কোনো ধরণের পুলিশি হয়রানি ছাড়াই করোনা পরীক্ষা করানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও করোনা পরীক্ষা দিতে তারা যখন বাহিরে আসে তখন তাদের গ্রেফতার করা হয়েছিল।
এছাড়াও দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব গত বছরের মার্চ মাসে কুয়ালালামপুরের শ্রী পেতালিং মসজিদে একটি তাবলিগের সমাবেশে অংশ নেওয়া সব অনিবন্ধিত অভিবাসীদের করোনা পরীক্ষার জন্য উৎসাহিত করে তাদের কোনো ধরণের শাস্তি না দেয়ার প্রতিশ্রুতি দেয়া হলেও মে মাসের দিকে তাদের ওপর বড় ধরনের অভিযান চালানো হয়। সেই সময়ে অবৈধরা নিজেদের বাঁচাতে আত্মগোপনে চলে যায়।
তবে সরকার যদি বিদেশিদের প্রতি সমতা এবং বৈষম্যের নীতিগুলি পরিহার করে তাহলে অনিবন্ধিতরা টিকা দিতে এগিয়ে আসবে এবং সরকারের এ পরিকল্পনায় সফলতা আসবে বলে আশা করছেন তিনি।