মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে নেমে গুলিবিদ্ধ হওয়া এক নারীর অবস্থা সংকটাপন্ন।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী নেপিদোতে তিনি গুলিবিদ্ধ হন ওই বিক্ষোভে রাবার বুলেট, জলকামান, লাইভ রাউন্ড দিয়ে বাঁধা দেওয়ার চেষ্টা করে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক নেপিদো হাসপাতালে একজন মেডিকেল অফিসার গণমাধ্যমকে জানান, একজন নারী মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। অন্য একজনের বুকে চোট লেগেছে। মাথায় আঘাত পাওয়া নারী বর্তমানে আইসিইউতে।
তবে মানবধিকার সংগঠন বলছে, ওই নারীর মাথায় গুলি লেগেছে। এখন পর্যযন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
গেল সপ্তাহে কারফিউ জারির পরেও কয়েক হাজার মানুষ এই অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ শুরু করেছে।
সূত্রঃ বিবিসি।