যুক্তরাজ্য থেকে ফেরা দুই শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে হংকংয়ের। চীনা স্বায়ত্তশাসিত অঞ্চলটির স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কয়েকদিন আগে যুক্তরাজ্য ঘোষণা দেয়, দেশটিতে করোনার একটি নতুন ধরনের শনাক্ত হয়েছে এবং এটি খুব দ্রুত সংক্রামক।
হংকংয়ের স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্রের সংক্রামক রোগ শাখার প্রধান ডা. চুয়াং শুক-কুয়ান এক বিবৃতিতে বলেন, ওই দুই শিক্ষার্থীর শরীরে পাওয়া ভাইরাসের নমুনার সঙ্গে যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া করোনার ধরনটির মিল রয়েছে।
আক্রান্ত দুইজন গত ডিসেম্বরে যুক্তরাজ্য থেকে ফেরেন বলে তিনি জানান। করোনার ব্রিটিশ ধরনটি ৭০ শতাংশ বেশি সংক্রামক। আগের চেয়ে এটি আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ঘোষণায় বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি হয়। যার জেরে যুক্তরাজ্যের সঙ্গে ৪০টি দেশ ফ্লাইট যোগাযোগ বন্ধ করে দেয়। এদিকে অস্ট্রেলিয়া ও ইতালিতেও করোনার এ নতুন ধরনটি শনাক্ত হয়। আক্রান্তরা যুক্তরাজ্য ফেরত বলে জানা গেছে।
দক্ষিণ আফ্রিকাতেও করোনার একটি নতুন ধরন পাওয়া গেছে। তবে এটির সঙ্গে যুক্তরাজ্যে সংক্রমিত নতুন ধরনের মিল নেই। দক্ষিণ আফ্রিকার সঙ্গেও কয়েকটি দেশ ফ্লাইট বন্ধ রেখেছে।