চট্টগ্রামে অনিয়ম ও মূল্য তালিকার সাথে চূড়ান্ত বিলের অসামঞ্জস্যতা সহ হাসপাতালে আইসিইউ ও ব্লাড ব্যাংক না থাকায় চকবাজারের পিপলস হাসপাতালে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (২১ নভেম্বর) আনুমানিক বিকেল সাড়ে ৫টায় এ অভিযান শুরু হয়। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান। এছাড়াও চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য অধিদপ্তর পরিচালক হাসান শাহরিয়ার কবির ও চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি অভিযানে অংশ নেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান বলেন, পিপলস হাসপাতালে অভিযান পরিচালনা করার প্রধান কারণ হলো তারা প্রতিশ্রুত সেবা দেই না। গত ১৭ নভেম্বর এক গর্ভবর্তী মহিলা পিপলস হাসপাতালে ভর্তি ছিল। তারা তাদের প্রতিশ্রুত সেবা না দিয়ে তাকে অন্য হাসপাতালে পাঠিয়ে দেয় এবং তার বিল করে ১ লাখ ৩৫ হাজার টাকা। এ অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি।
তিনি আরও বলেন, অভিযানে এসে দেখা গেছে, তারা মূল্য তালিকার সাথে সামঞ্জস্যতা না রেখে বিল করছে। এমনকি এটি একটি হাসপাতাল হওয়ার সত্ত্বেও তাদের কাছে কোনো আইসিইউ ও ব্লাড ব্যাংক নেই। তাই তাদের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।