সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটো ছবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবসর সময় রান্না, মাছ ধরা আর সেলাই করে উপভোগ করে কাটান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ. রহমান।
শনিবার (২১ নভেম্বর) ভেরিফাইড ফেসবুক পেজে দু’টি ছবিও পোস্ট করেছেন তিনি।
ছবি দু’টির একটিতে প্রধানমন্ত্রীকে মাছ শিকারের পর ছিপ হাতে দেখা যাচ্ছে এবং অপরটিতে তাকে সেলাই মেশিনে সেলাই করতে দেখা যায়।
ছবির ক্যাপশনে সালমান এফ. রহমান লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পরিপূর্ণ মানুষ। প্রধানমন্ত্রী সফলভাবে ১৭ কোটি বাংলাদেশির ভাগ্য পরিবর্তন করেছেন, ১০ লাখের বেশি রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দিয়েছেন, এত কিছুর মাঝেও তিনি রান্না, মাছ ধরা আর সেলাই করে উপভোগ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ছবি শেয়ার দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, ক্যাপশন দেবার মতো বিদ্যা আমার নাই!
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিয়েছেন সংসদ সদস্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও।