মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানে মিলেছে স্বাক্ষর দেব (২৭) নামে এক নিখোঁজ কলেজছাত্রের লাশ।
রবিবার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার লাখাইছড়া চা বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত স্বাক্ষর দেব উপজেলার ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যান দেবের ছেলে। তিনি শ্রীমঙ্গল সরকারি কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করে জানান, গত শনিবার থানায় ওই কলেজছাত্র নিখোঁজের একটি ডায়েরি করা হয়। তখন থেকে পুলিশ তাকে খোঁজা শুরু করে। এক পর্যায়ে উপজেলার লাখাইছড়া চা বাগানের ২ নং সেকশন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।