কক্সবাজারের টেকনাফ ও সদর থানার নতুন যোগদানকারী ওসি আবুল ফয়সল ও খায়রুজ্জামানকে বদলি করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স এ বদলি আদেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সলকে এবং কক্সবাজার সদর থানার ওসি মো. খায়রুজ্জামানকে শিল্প পুলিশে বদলি করা হয়।
এর আগে সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মো. রাশেদ হত্যা মামলায় বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের স্থলাভিষিক্ত হন আবুল ফয়সল। অপরদিকে কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকার ইয়াবা ব্যবসায়ী নবী হোসেনের মৃত্যুর দায়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মুহাম্মদ শাহজাহান কবিরকে প্রত্যাহার করে তার স্থলাভিষিক্ত হন খায়রুজ্জামান।