অবশেষে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১৫ জুলাই) ভোরে সাহেদকে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়। র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক আশিক বিল্লাহ এ তথ্য জানান।
র্যাব জানায়, বোরকা পরে শাহেদ নৌকাযোগে পালানোর চেষ্টা করছিলো। সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর সীমান্তে থেকে চিংড়ির ঘেরে নৌকায় পালিয়ে ছিলেন সাহেদ। সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তার। এসময় তাকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানিয়েছে, সাহেদকে আপাতত সাতক্ষীরা স্টেডিয়ামে রাখা হয়েছে। তাকে র্যাবের হেলিকপ্টারে করে ঢাকায় আনা হবে।
এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহেদ অপরাধের দায় স্বীকার করেছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।
শাহেদকে হেলিকপ্টারে করে ঢাকায় আনার পর সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে শাহেদকে আটকের জন্য মঙ্গলবার মৌলভীবাজারে অভিযান চালানো হয়েছিলো।
এর আগে শাহেদের প্রতারণা কাজের অন্যতম সহযোগী রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের কাপাসিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।