আসন্ন ঈদ-উল-আযহা সামনে রেখে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে দোকানপাট খোলা ছিল বিকেল ৪টা পর্যন্ত।
মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যার পর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ঈদকে সামনে রেখে ১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।
এছাড়াও, ঈদে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুরহাট বসবে।
তিনি জানান, আগের মতো চলাচল সীমিত রেখে নতুন প্রজ্ঞাপন জারি করা হচ্ছে।