এবার করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম।
শুক্রবার (২৬ জুন) চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার এমএ সালামকে চমেক হাসপাতালে নেয়া হয়। আজ শুক্রবার বিষয়টি জানাজানি হয়েছে।
আওয়ামী লীগ নেতা এমএ সালামকে এখন চমেক হাসপাতালের কেবিনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তাঁর নমুনা সংগ্রহ করা হলে রিপোর্ট এখনো আসেনি বলে চমেক সূত্র জানিয়েছে।
চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব জাফর আহম্মদ সিএনএন ক্রাইম নিউজকে জানান, এমএ সালামের অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে। শ্বাস নিতে তাঁর কষ্ট হচ্ছে। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। করোনা পজিটিভ কিংবা নেগেটিভ এখনো বলা যাচ্ছেনা। রির্পোট হাতে পেলে বিশদভাবে বলা যাবে। উনার জন্য সবাই দোয়া করবেন।