চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃতরা হলেন, পারিং ম্রো (৪১) ও মুই থুই চিং মারমা (৩৩)। তাদের বাড়ি বান্দরবান জেলার লামা এলাকায় বলে জানিয়েছে র্যাব।
বুধবার (২৪ জুন) আটকের বিষয়টি র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন নিশ্চিত করেছেন। দুইজনের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন সিএএন ক্রাইম নিউজকে বলেন, কেরানিহাট এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে আমের ঝুড়িতে করে নিয়ে আসা হয়েছিল এসব ইয়াবা। প্রাথমিকভাবে তারা জানিয়েছে, বান্দরবানের আলীকদম এলাকা থেকে এসব ইয়াবা নিয়ে এসেছে। তারা কেরানিহাটে বিক্রির জন্য নিয়ে এসেছিল।