চট্টগ্রামে আরও ২১৭ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) পজেটিভ শনাক্ত হয়েছে। তবে গতকাল এক হাজারের বেশি নমুনা সংগ্রহ করা হলেও এইদিন পরীক্ষা করা হয়েছে ৯২৬টি। যা পূর্ববর্তী দিনের তুলনায় ১২৩টি কম।
মঙ্গলবার (২৩ জুন) সকালে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তথ্যে জানানো হয় যে , চট্টগ্রামের সরকারি-বেসরকারি পাঁচটি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০২টি, বিআইটিআইডিতে ২৬৪টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ২৯০টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৫২টি এবং ইম্পেরিয়াল হাসপাতালে ১১৮টি নমুনা পরীক্ষা করা হয়। তবে কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের কোনও নমুনা পরীক্ষা করা হয়নি।
সোমবার পরীক্ষা করা নমুনায় চবিতে ৪০ জন, বিআইটিআইডিতে ৫৫ জন, চমেকে ৭৬ জন, সিভাসুতে ২০ জন এবং ইম্পেরিয়াল হাসপাতালে ২৬ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের পাঁচটি ল্যাবে নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ২১৭ জন। এদের মধ্যে ১৬৪ জন চট্টগ্রাম নগর এবং ৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের এবং সুস্থ হয়েছেন ৯৫ জন।