চট্টগ্রামের হাটহাজারির পশ্চিম শিকারপুর এলাকায় একজন ব্যাক্তির করোনা শনাক্ত হলো। করোনাভাইরাস (কোভিড-১৯)-এ আক্রান্ত রোগী পেশায় একজন ব্যবসায়ি। তার বাড়ি শিকারপুর ইউনিয়নের পশ্চিম শিকারপুর এলাকার ১ নং ওয়ার্ডে বলে জানা গেছে।
বুধবার (১৭ জুন) শিকারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। শিকারপুরে এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১৫ জন সুস্থ হয়েছেন ২ জন।
চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকী বলেন, যীশু মল্লিক নামে একজন ব্যাক্তি করোনাভারাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। উনার বাড়ী পশ্চিম শিকারপুর ১ নং ওয়ার্ডে। রোগী পেশায় একজন ব্যবসায়ী।
তিনি আরও বলেন, যীশু মল্লিক ওই এলকার সুরেশ মল্লিকের ছোট ছেলে। নমুনা পরীক্ষায় সে ভুল ঠিকানা দিয়েছিল যা কোনভাবেই কাম্য ছিলোনা। ফঠিকছড়িতে দেয়া হয় নমুনা এবং ঠিকানা দেয়া হয় শিকারপুর ৫ নং ওয়ার্ড। প্রদত্ত মোবাইল নাম্বারও বন্ধ রাখা হয়েছিল।
এলাকাসূত্রে জানা যায়, ওই এলাকার সমিতির দায়িত্বশীল এক ব্যাক্তির বোন জামাই করোনা আক্রান্ত হয়ে কিছুদিন আগে মারা যান। সৎকারে অংশ নেয়া শেষে এলাকায় এসে বিন্দাস ঘোরাঘুরি এবং আড্ডাবাজিতে মশগুল। বন্ধুমহলের অনেকও তার সংস্পর্শে এসেছেন বলে এলাকাবাসীর অভিযোগ। দায়িত্বশীল ব্যাক্তির পরিবারে অনেকে বিভিন্ন উপসর্গ নিয়ে অসুস্থ। তাঁর স্ত্রীও এখন জ্বরে আক্রান্ত।
চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকী বলেন, আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আক্রান্তের বাড়ী লকডাউন করেছি।
আক্রান্ত রোগী সুস্থ আছেন বলে জানিয়েছেন তার স্বজনরা। এ নিয়ে এলাকায় একধরনের আতংক বিরাজ করছে।