নগরীর উত্তর কাট্টলী ওয়ার্ডের ৭৮ হাজার জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নিজেদের সুরক্ষায় আপনারা ঘরে থাকুন, পাশে আছি।
মঙ্গলবার (১৬ জুন) রেড জোন ঘোষিত এলাকাগুলোর মধ্যে প্রথম দফায় লকডাউন করা উত্তর কাট্টলীর জনগণের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন জীবন ও জীবিকা একই সাথে চালানোর উপর গুরুত্বারোপ করে বলেছেন, লকডাউনের পর লকডাউন দিয়ে সমস্যার সমাধান হবে না। স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করে আমাদেরকে জীবন ও জীবিকা একই সাথে চালাতে হবে। সবকিছুই করতে হবে। নগরীর রেড জোন ঘোষিত এলাকাগুলোর মধ্যে প্রথম দফায় লকডাউন করা উত্তর কাট্টলীর জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ঘরে থাকুন। আমরা আপনাদের পাশে আছি। অচিরেই আমরা যাতে সবাই মিলে বাইরে আসতে পারি তার পথ সুগম করে দেবে আপনাদের এই ঘরে থাকা।
তিনি বলেন, সবদিক বিবেচনা করে আমাদের সকলের ভালোর জন্যই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি এলাকার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। আপনাদের সহযোগিতা আমাদেরকে একটি সুন্দর সকাল উপহার দেবে। সিটি করপোরেশনের একাধিক কন্ট্রোল রুম ও এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবক টিম যে কোন প্রয়োজনে হাত বাড়াবে বলেও তিনি উল্লেখ করেন।তিনি স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে বলেন, বাইরে গেলে মাস্ক খোলা যাবে না এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করলে করোনা সংক্রমণ বহুলাংশে প্রতিরোধ করা যাবে। তিনি বলেন, আমাদের সুরক্ষার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। স্বাস্থ্য সুরক্ষার যেসব বিধি নিষেধ রয়েছে সেগুলো মেনে চলতে হবে।
সিটি মেয়র বলেন, লকডাউন চলাকালে ওই এলাকায় প্রবেশ ও বের হওয়া সম্পূর্ণ বন্ধ থাকবে। মহাসড়ক বন্ধ করা যাবে না। তবে রাস্তার এই অংশটিতে দাঁড়িয়ে কোন গাড়ি কোন যাত্রী উঠা-নামা করতে পারবে না। তবে লকডাউন এলাকায় রাত ১২টা থেকে ৬টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে।
তিনি আরও বলেন, উত্তর কাট্টলী ওয়ার্ডে মোট বাসিন্দা ৭৮ হাজার। অথচ এই মানুষের মধ্যে গত ১৪ দিনে ১৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭ জন। এটি মেনে নেয়া যায় না। তিনি আগামী ২১টি দিন এই ওয়ার্ডের সবাইকে কঠোরভাবে লকডাউন মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি যে কোন প্রয়োজনে সিটি কর্পোরেশনের কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।