আগামীকাল বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস। এই উপলক্ষে ১৪ দেশের ৪২ জন নাগরিককে সিআইপি সম্মাননা দিচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা প্রেরণ, বাংলাদেশে বিনিয়োগ এবং বাংলাদেশ থেকে পণ্য আমদানি- এই তিন ক্যাটাগরিতে এবার সিআইপি (এনআরবি) সম্মাননা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।সূত্র জানায়, আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপনে বাংলাদেশে এবারের প্রতিপাদ্য ‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ ও সম্মান দুই-ই মেলে’। বাংলাদেশের প্রবাসী আয়ের ক্রমবর্ধমান ধারাকে অব্যাহত রাখতে দিবসটি যথাযথভাবে পালন করা হবে। অর্থনৈতিক উন্নয়ন, সম্প্রীতি ও সৌহার্দ্যের সেতুবন্ধন তৈরির পাশাপাশি বিশ্বব্যাপী অভিবাসীর মর্যাদা নিশ্চিত করতে প্রতিবছর ১৮ ডিসেম্বর পালিত হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস। এবারের অভিবাসী দিবসের স্লোগান হচ্ছে ‘সামাজিক মেলবন্ধনের জন্য অভিবাসন’।
এদিকে অভিবাসী দিবস উপলক্ষে আগামীকাল ১৮ ডিসেম্বর সকাল ৮টায় মানিক মিয়া এভিনিউয়ে বের হবে আন্তর্জাতিক অভিবাসী দিবসের বর্ণাঢ্য র্যালি। এবারের উদযাপনের উল্লেখযোগ্য কার্যক্রম হচ্ছে অনাবাসী বাংলাদেশিদের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি (এনআরবি) সম্মাননা দেওয়া, বিদেশগামী কর্মীদের জন্য প্রবর্তিত জীবন বিমা কর্মসূচির উদ্বোধন, প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, অভিবাসন মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
সিএনএন ক্রাইম