করোনা কালীন সময়ে দেশের জেলা হাসপাতালগুলোতে জরুরিভিত্তিতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২ জুন) ভার্চ্যুয়ালি একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের ইতিহাসে এভাবে একনেক বৈঠক এবারই প্রথম। এতে ১৬ হাজার ২৭৬ কোটি টাকা ব্যয় ধরে ১০ প্রকল্প অনুমোদন করা হয়েছে। একনেক সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে গণভবন থেকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপাসন শেখ হাসিনা। গণভবনের সঙ্গে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ছাড়া অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সংযুক্ত ছিলেন। বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় এক হাজার ৩৬৭ কোটি টাকা ব্যয়ে কোভিড-১৯ রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিসট্যান্স প্রকল্প একনেক সভায় অনুমোদন করা হয়।
এশিয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ সহায়তায় কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্ড অ্যান্ড প্যানডেমিক রেসপন্স নামে এক হাজার ১২৭ কোটি টাকার আরেকটি প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রকল্প দু’টি অনুমোদনের সময় প্রধানমন্ত্রী দেশের জেলা হাসপাতালগুলোতে জরুরিভিত্তিতে আইসিইউ স্থাপনের নির্দেশ দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
একনেক সভায় প্রধানমন্ত্রী বলেন, যেখানে প্রয়োজন সেখানে অক্সিজেনের সাপ্লাই বেশি থাকতে হবে। প্রয়োজন বিবেচনায় ভেন্টিলেটর পর্যাপ্ত থাকতে হবে। অক্সিজেনের প্রেসার হাই থাকতে হবে।
সভায় ৩৯৪ কোটি টাকা ব্যয়ে দাশেরকান্দি পয়ঃশোধনগার প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ৫৬ কোটি টাকা ব্যয়ে কৃষি যন্ত্রপাতি ও টেকসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কৃষিকে যান্ত্রিকীকরণ করতে হবে। মেশিন ট্যুলস ফ্যাক্টরির মাধ্যমে এগুলো দেশে তৈরি করতে হবে।একইসঙ্গে সাতক্ষীরায় বাঁধ পুনঃনির্মাণ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪৭৫ কোটি টাকা।
প্রধানমন্ত্রী বলেন, এ এলাকায় প্রচুর চিংড়ি চাষ হয়। চিংড়ি চাষে লবণাক্ত পানি দরকার। অনেক ভালো বাঁধ কেটে লবণাক্ত পানি নিয়ে থাকেন। এটাকে রুখতে হবে। জায়গায় জায়গায় বাঁধের ক্ষতি না করে সমন্বিত পদ্ধতি বের করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
একনেক সভায় কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।