চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানও করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এই প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত হলেন।
সোমবার (১ জুন) নমুনা পরীক্ষায় তার রির্পোট করোনা পজিটিভ আসে।
দুই সন্তানের জনক মো. মাসুদুর রহমান করোনা সংক্রমণ ঠেকাতে প্রতিদিন অভিযান, ত্রাণ বিতরণসহ নানা কাজে অংশ নিয়ে উপজেলার নানা এলাকায় গিয়েছেন। তিনি গত কয়েকদিন ধরে জ্বর ও সর্দিতে ভুগছিলেন।
করোনা উপসর্গ দেখা দেওয়ার পর তিনি আইসোলেশনে চলে যান। আইসোলেশনে থাকাকালে তার নমুনা প্রতিবেদনে করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।।