শোক সংবাদ।
দিব্যান লোকান সগচ্ছতু।
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ভয়েস অফ এশিয়া ও সিএনএন ক্রাইম নিউজের প্রকাশক এবং নির্বাহী সম্পাদক বিধান বিশ্বাসের পিতা সাধন বিশ্বাস (৭০) সোমবার ২৫ মে ২০২০ ইংরেজী, ইহ ধামের সকল মায়া ত্যাগ করে স্বর্গবাসী হয়েছেন।
ভয়েস অফ এশিয়া পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমরা উনার আত্মার শান্তি ও সদগতি কামনা করছি।