নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনের সব ধরনের ট্রায়াল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস।
সোমবার (২৫ মে) অনলাইন ব্রিফিংয়ে গেব্রিয়াসুস বলেন, পূর্ব-সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ওষুধটির ব্যবহার বন্ধ রাখতে চাইছি আমরা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওষুধটি ‘প্রতিদিন ব্যবহারের’ ঘোষণা দেয়ার কয়েক দিন পর এমন কথা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
গেব্রিয়াসুস এদিন বলেন, এক্সিকিউটিভ গ্রুপ থেকে হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার আপাতত বন্ধ রাখা হচ্ছে।
তিনি জানান, সেফটি মনিটরিং বোর্ড থেকে ডেটা পর্যবেক্ষণের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ওষুধটির ব্যাপারে আগেও একাধিকবার সতর্ক করা হয়। কিন্তু ট্রাম্প বারবার এর পক্ষে সাফাই গাইতে থাকেন।
এই ওষুধ ব্যবহারে নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়ার পাশাপাশি অনেক দেশের গবেষণায় কয়েক জনের মারা যাওয়ার খবরও এসেছে।
গেব্রিয়াসুস বলেন, কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইনের প্রয়োগ কতটা নিরাপদ, তার পর্যালোচনা চলছে, তার আগ পর্যন্ত বিশ্ব সংস্থার নির্বাহীরা এই ওষুধটির পরীক্ষামূলক ব্যবহার স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
তবে কোভিড-১৯ চিকিৎসায় বিশ্বে অনুমোদিত অন্য যেসব ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ চলছে, তা চলবে বলে জানান তিনি।