চট্টগ্রাম ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এর ল্যাবে করোনাভাইরাসের (কোভিড-১৯) ২০১ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩৪ জনের।
সোমবার (২৫ মে) রাতে এসব তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা.সেখ ফজলে রাব্বি।
৩৪ জনের নতুন শনাক্তের মধ্যে ২৮ জনের অবস্থান শনাক্ত করা গেছে। বাকীদের অবস্থান শনাক্ত করা যায়নি। ২৮ জনের মধ্যে ১৪ জনের বাসা নগরীতে ও ১৪ জনের বিভিন্ন উপজেলায়।
নগরীর ১৪ জনের মধ্যে ঘোসাইলডাঙ্গার ৩ জন, আইডিএইচ এর ১ জন, পাঁচলাইশের ২ জন, হালিশহর পুলিশ লাইনের ৪ জন, সিটি গেটের ১ জন, খুলশির ১ জন, প্রেস ক্লাবের ১ জন ও চান্দগাঁওয়ের ১জন। নগরীর বাইরের ১৪ জনের মধ্যে বোয়ালখালির ১ জন, বাশখালির ৪ জন, মিরসরাইয়ের ১ জন, হাটহাজারীর ৪ জন, ভাটিয়ারির ১ জন ও সিতাকুন্ডের ৩ জন।
