ঈদ করোনায় স্তব্ধ জনজীবনকে আনন্দে উদ্বেলিত করুক। পরীক্ষার ফলে করোনা শনাক্ত ও মৃত্যু সংখ্যা যখন ঊর্ধ্বমুখী, তখন শপিংমলের ভিড় ও ঈদে বাড়ি ফেরা যেন বিভীষিকায় পরিণত না করে। আমরা নিজে সর্তক থাকবো, অন্যকে নিরাপদ রাখবো।
হাটহাজারির মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাব্বারুল ইসলাম বলেন. দীর্ঘ এক মাস কঠোর সিয়াম সাধনার পর অনাবিল আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ-উল-ফিতরের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক হাটহাজারি তথা এ দেশের সকল নাগরিকের জীবন।
মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ধনী গরীবের ব্যবধান দূরীভূত হয়। ঈদ-উল-ফিতর আমাদের সকলকে এক কাতারে আসতে এবং অপরের প্রতি সহমর্মিতা দেখাতে শিক্ষা দেয় বলে জানান তিনি।
ঈদ-উল-ফিতরের এই শিক্ষা ধারণ করে প্রত্যেকেই সকল ধর্মের লোকদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করব এটাই হোক আমাদের প্রত্যয়।
জাব্বারুল ইসলাম বলেন, ঈদ-উল-ফিতরের এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য, বিভেদ। ঈদের এই অনাবিল আনন্দ, সুখ-শান্তি বছরের প্রতিটি দিনই প্রবাহিত হোক দেশের প্রতিটি মানুষের অন্তঃকরণে- এই প্রত্যাশায় হাটহাজারি থানার মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক!!!