চট্টগ্রামে প্রচার বিমুখ স্বেচ্ছাসেবক লীগের জাবেদুল আযম মাসুদ জাতির এ দুর্যোগে ছুটে চলেছেন করোনাভাইরাসে (কোভিড-১৯) ঘরবন্দি মধ্যবিত্তের ঘরে ঘরে এসএমএস নামের গাড়ি নিয়ে। একদল স্বেচ্ছাসেবী মনের যুবক নিয়ে নেমেছেন মাঠে। প্রতিনিয়ত ছুটে চলেছেন অসহায়দের পাশে।
বৃহস্পতিবার (২১ মে) এসএমএস গাড়ি নিয়ে প্রতিদিনের মতো আজও ছুটে যান অসহায়দের পাশে খাদ্য সহায়তা নিয়ে।
করোনাভাইরাস পরিস্থিতি যখন বাংলাদেশে প্রাথমিক ধাপে, তখন নেন জাবেদুল আযম মাসুদ অসহায় মানুষদের পাশে দাড়ানোর নানামুখী উদ্যোগ। খাদ্য সহায়তা দিয়ে শুরু করলেও থেমে নেই এক জায়গায়। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর নির্দেশনায় নিজের একান্ত ব্যাক্তিগত উদ্যোগে করোনারোগী পরিবহনে চালু করলেন এ্যামবুলেন্স সার্ভিস।
সমস্ত কর্মযজ্ঞে নির্দেশনা দিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নব কান্ডারি সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।
মাসুদ বলেন, আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রতিদিন খোঁজ খবর নেন, যেভাবে নির্দেশনা দেন সেভাবে কাজ করে যাচ্ছি। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের হয়ে যথাসাধ্য চেষ্ঠা করে যাচ্ছি এ দূর্দিনে মাানুষের পাশেে দাড়াঁঁতে।
তিনি আরও বলেন, আমরা ঢাকার পরে চট্টগ্রামে করোনা রোগি পরিবহনে এ্যামবুলেন্স সেবাসহ খাদ্য সহায়তা নিয়ে সবসময় পাশে আছি।
জাবেদুল আযম মাসুদ চান স্বেচ্ছাসেবক লীগের হারানো ভাব-মূর্তি ফিরিয়ে আনতে। নিজেকে উৎসর্গ করতে চান মুজিবাদর্শে। বঙ্গকন্যা শেখ হাসিনার প্রতিটি রাজনৈতিক কর্মসূচীতে নিজেকে রাখতে চান অগ্রনী ভূমিকায়। এসএমএস গাড়ী এবং করোনারোগী পরিবহনের জন্য জুড়ে দেওয়া ০১৯২৯-২৭২৭২৭-এ নাম্বারে সেবা দিয়ে যাচ্ছেন প্রতিদিন।
কখনো নগদ অর্থ সহহায়তাও দিয়েছেন। সস্পূর্ন ভিন্ন এক মন মানসিকতা নিয়ে এগিয়ে চলেছেন চট্টগ্রাম স্বেচ্ছাসেবক লীগের নতুন এ কান্ডারি।
একঝাঁক তরুণ-কিশোর দাঁপিয়ে বেড়াচ্ছে পাড়া-মহল্লা। করোনার মত ভয়ঙ্কর মহামারীর সময় অন্য দশজনের মত ঘরে বসে থাকেনি তারা। কী রাত কী দিন ছুটে চলেছে তারা। করোনার ভয়কে জয় করে দুর্বার-দুরন্ত তারা। ফোনের ও প্রান্ত থেকে অসহায় মানুষের এসএমএস পেলেই দ্রুত ছুটে যাওয়া। ওষুধ, খাবার, বিদ্যুৎ বিল কিংবা কোনো রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া। হোক সেটা গভীর রাত, তাতে কী? তারা যে মানবতার ফেরিওয়ালা। আর এ মানবতা ফেরি করে বেড়াচ্ছেন চট্টগ্রাম স্বেচ্ছাসেবক লীগের নব কান্ডারি জাবেদুল আযম মাসুদ।
এসএমএস গাড়ী নামে স্বেচ্ছাসেবী গ্রুপ তৈরি করেন। সদস্যদের নিয়ে ১০টি মোটরসাইকেল গ্রুপ প্রস্তুত করা হয়। মাসুদের নির্দেশনায় তারা সবাই মাঠে নেমে পড়েন। শুরুর দিকে জরুরি ওষুধ, পরিবহন ও বাজার পৌঁছে দেওয়ার কাজ করেন। পরে কর্মহীন দিনমজুর ও শ্রমজীবী মানুষের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেয়। একটি মোবাইল নাম্বার সংযুক্ত করেন এ মহতী কার্যক্রমে। এসএমএস করলেই পৌঁছে যাচ্ছে খাদ্য সহয়তা। মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন স্বেচ্ছাসেবক লীগের এ উদীয়মান নেতা।
জাবেদুল আযম মাসুদ বলেন, করোনাযুদ্ধে আমরা জয়ী হবই। আসছে ঈদে আমরা সামাজিক দুরত্ব বজায় রেখে এ বছর না হয় ঘরে বসেই ঈদের আনন্দ নিজের পরিবারের সাথে ভাগাভাগি করে নেবো। আমরা ঘরে থাকবো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় নির্দেশনা মেনে চলবো। তবেই আমরা নিরাপদ থাকবো।