চট্টগ্রামে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমনের সংখ্যা। একদিনে ৭২৬ জনের নমুনা পরীক্ষা করে চার চিকিৎসকসহ ২৫৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে ১ হাজার ২৩৪ জনে। আনুপাতিক হারে বাংলাদেশে চট্টগ্রাম করোনার হট স্পট।
নতুন শনাক্তদের মধ্যে চট্টগ্রাম বায়তুশ শরফ দরবার শরীফের পীর মাওলানা কুতুব উদ্দীনও রয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৪টায় ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বুধবার (২০ মে) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বিআইটিআইডিতে ২৩৯ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ফলাফল পজিটিভ আসে ৪২ জনের। এর মধ্যে একজন পুরনো রোগী। বাকি ৪১ জনের মধ্যে নগরীরর বাসিন্দা ৩৩ জন। অন্যান্যরা চন্দনাইশের ৬ জন, বোয়ালখালীর ১ জন ও আনোয়ারার ২ জন।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে গতকাল মঙ্গলবার (১৯ মে) ২০৩ জনের নমুনা পরীক্ষা করে ১০১ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া আজ বুধবার ১৭০ জনের নমুনা পরীক্ষা করে আরও ৮১ জনের করোনা শনাক্ত হয়। চমেকে দুইদিনে সর্বমোট ১৮২ জনের করোনা পজিটিভ রির্পোট পাওয়া যায়।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৯৬টি নমুনা পরীক্ষা করে ২৮টি পজিটিভ পাওয়া গেছে।
অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৮টি নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৪ জনে। চট্টগ্রামে আজকে নতুন শনাক্তদের মধ্যে চারজন চিকিৎসকও রয়েছেন।