হাটহাজারির দক্ষিন ভাগে অনেক ইয়াবার হটস্পট। আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এসব মাদক ব্যবসায়িরা ইয়াবা পাচার এবং ইয়াবার হাত বদল করে থকেন। বসে নেই আইন শৃংখলা বাহিনীও। করোনা কালীন সময়েও মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছে মদুনা তদন্ত কেন্দ্র। নতুন দায়িত্বে যোগদান করলেন ইনচার্জ হয়ে মো. জাব্বারুল ইসলাম। প্রথম অভিযানেই বাজিমাৎ।
করোনার ভয়কে জয় করে হাটহাজারি থানার মদুনাঘাট তদন্ত (পুলিশ ফাঁড়ি) কেন্দ্রের ইনচার্জ মো. জাব্বারুল ইসলামের নেতৃত্বে অভিযানে আটক করা হয় মো. রুবেল(২৬) নামের এক ইয়াবা কারবারিকে। সাথে জব্দ করা হয় ১০০ দানা (পিচ) ইয়াবা।
সোমবার (১৮ মে) মাঝরাতে মদুনাঘাট এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১শত পিচ ইয়াবাসহ রুবেল নামের এক মাদক ব্যাবসায়ী কে আটকের বিষয়টি নিশ্চিত করেন ইনচার্জ মো. জাব্বারুল ইসলাম।
মো. জাব্বারুল ইসলাম জানান, আটক মো. রুবেল (২৬) হাটহাজারির উত্তর বুড়িশ্চর ইউনিয়ন ১নং ওয়ার্ডের মাইজপাড়া এলাকার (নতুন মসজিদ) মৃত নাছের উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসার সাথে জড়িত।
এনিয়ে মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাব্বারুল ইসলাম সিএনএন ক্রাইম নিউজকে বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজুর ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমি এবং আমার অফিস সম্পূর্ণ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অবস্থানে আছি। এলকাবাসির সহযোগীতা চাই, মাদক নির্মূল হবেই।
এসআই মঞ্জুর দোহা, এএসআই বাতেন, কং বিকাশ, কং মাহাবুব অভিযানে সাথে ছিলেন বলে জানান জাব্বারুল ইসলাম।