চট্টগ্রামের হাটহাজারির কুয়াইশ এলাকায় একজন ব্যাক্তির করোনা শনাক্ত হলো। করোনাভাইরাস (কোভিড-১৯)-এ আক্রান্ত রোগী পেশায় একজন ব্যাংকার। তার বাড়ি শিকারপুর ইউনিয়নের কুয়াইশ এলাকায় বলে জানা গেছে।
শনিবার (১৬ মে) দিবাগত রাতে মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাব্বারুল ইসলাম ভয়েস অফ এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেন।
জাব্বারুল ইসলাম বলেন, মো. আলমগীর হোসেন (৪০) নামে একজন ব্যাক্তি করোনাভারাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। উনার বাড়ী কুয়াইশ বাদামতল জামিয়া মসজিদের পাশে। রোগী পেশায় একজন ব্যাংকার। তিনি সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার। আমরা আক্রান্তের বাড়ী লকডাউন করেছি।
আক্রান্ত রোগী সুস্থ আছেন বলে জানিয়েছেন তার স্বজনরা।