চট্টগ্রাম ফৌজদারহাটের বিআইটিআইডি, সিভাসু ও চমেক এবং কমেক ল্যাবে ৪৯৫ নমুনা পরীক্ষা করে আরও ৭৫ জনের দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে।
শনিবার (১৬ মে) রাতে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি জানান, এদিকে বিআইটিআইডিতে ২২১ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ফলাফল পজিটিভ আসে ২৮ জনের। এর মধ্যে ১৯ জন চট্টগ্রাম নগরীর, ৪ জন হাটহাজারীর, ২ জন সীতাকুণ্ডের ও ৩ জন পটিয়ার বাসিন্দা।
অন্যদিকে সিভাসুর ল্যাবে শুক্রবার ১০০টি নমুনা পরীক্ষা করে মিরসরাইয়ের ১ জনের পজিটিভ পাওয়া গেছে; তিনি পুরনো রোগী। আজ শনিবার সিভাসুতে ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের পজিটিভ পাওয়া গেছে। ১২ জনই চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৯১ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের দেহে করোনা পাওয়া গেছে। এর মধ্যে তিনজন পুরনো রোগী। চমেকে শনাক্তদের মধ্যে ৩৫ জন নগরের ও ৩ জন বিভিন্ন উপজেলার।
অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯ টি নমুনা পরীক্ষা করা হলেও সবই নেগেটিভ পাওয়া গেছে।