করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিজ উদ্যোগে দফায় দফায় কয়েকশ পরিবারের মাঝে ত্রান বিতরণ করেছেন বুড়িশ্চর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মোঃ নাছির আলী খান পান্না।
শুক্রবার (১৫ মে) রাতের আধাঁরে ঘরে ঘরে তৃতীয় দফায় ত্রান পৌঁছে দেওয়ার সময় মুখোমুখি হন সিএনএন ক্রাইম নিউজের।
নাছির আলী খান পান্না বলেন, আমি বুড়িশ্চরের একটি ছোট গ্রামে থাকি। এখানকার যারা খেটে খাওয়া মানুষ, অন্যের বাসায় কাজ করে, রিকশা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে। সবকিছু বন্ধ থাকায় তাদের কাজও বন্ধ আছে, তারা সরকারি ত্রাণও ঠিকঠাকভাবে পাচ্ছে না, তাই নিজের হাত খরচের টাকা থেকে একান্ত ব্যাক্তি উদ্যোগে আমার পরিবারের সহযোগিতা নিয়ে কিছু ত্রাণ বিতরণ করেছি।
তিনি আরও জানান, আমার প্রিয় নেতা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব জাফর আহমেদ ভাইয়ের নির্দেশে আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রথম দফায় ২৫০ পরিবারের হাতে ত্রান সামগ্রী পৌঁছে দিয়েছি। আমার রাজনীতির সহযোদ্ধাদের সাথে নিয়ে এসব ত্রান বিতরন করেছি।