চট্টগ্রাম ফৌজদারহাটের বিআইটিআইডিতে চট্টগ্রামের আরও ১৭ জনের দেহে করোনাভাইরাসের (কোভিড-১৯) উপস্থিতি শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ১৩ জন ও বিভিন্ন উপজেলার ৪ জন।
শুক্রবার (১৫ মে) রাতে বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি জানান, বিআইটিআইডিতে ২ শত ৫৫ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) নমুনা পরীক্ষায় ২৫ জনের রিপোর্ট পজিটিভ এসছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার ১৭ জন । বাকিরা ৮ জন অন্য জেলার বাসিন্দা।
বিআইটিআইডির ল্যাবে আক্রান্তরা হলেন হালিশহরের ৪৮ বছর বয়সী পুরুষ ও একই এলাকার ৫৫ বছর বয়সী নারী, বিআইটিআইডির ফ্লু কর্নারে ২৮ বছর বয়সী পুরুষ, অলংকারের ৪২ বছর বয়সী পুরুষ, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের ২০ বছর বয়সী যুবতী, দামপাড়া পুলিশ লাইনে পাঁচজন- ৩৫ বছর বয়সী পুরুষ, ২৩ বছর বয়সী পুরুষ, ৩৫ বছর বয়সী পুরুষ, ৩২ বছর বয়সী পুরুষ ও ৩৯ বছর বয়সী পুরুষ। এছাড়া ফিল্ড হাসাপাতালে ১৭ বছর বয়সী পুরুষ, আগ্রাবাদ হাজী পাড়ায় ২৯ বছর বয়সী পুরুষ ও দেওয়ানহাটে ৪৩ বছর বয়সী পুরুষ। উপজেলার মধ্যে আনোয়ারার ৩৩ বছর বয়সী পুরুষ ও একই এলাকার ৫০ বছর বয়সী পুরুষ, সীতাকুণ্ডের ২৩ বছর বয়সী যুবতী, ফকিরহাটের ২২ বছর বয়সী পুরুষ।
ভিন্ন জেলার মধ্যে রামগড়ের ৩৮ বছর বয়সী পুরুষ, নোয়াখালীর সোনাইমুরীর ৬০ বছর বয়সী পুরুষ, কুমিল্লার চৌদ্দগ্রামের ৪০ বছর বয়সী পুরুষ, ফেনী সদরের ৪ বছর বয়সী ছেলে ও একই এলাকার ৪৬ বছর বয়সী পুরুষ, লক্ষ্মীপুরের রায়পুরের ৩৫ বছর বয়সী নারী, লক্ষ্মীপুর সোনালী ব্যাংকের অফিসার ও একই এলাকার সদরের ২৯ বছর বয়সী পুরুষ।
চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৯৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ইতোমধ্যে ৯৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং মৃত্যু হয়েছে ৩১ জনের।।