চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১০০ জনের কোভিড-১৯ নমুনা পরীক্ষায় ১৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার ৪ জন রয়েছে। বাকিরা নোয়াখালী, লক্ষীপুর ও চাঁদপুরের জেলার বাসিন্দা বলে জানা গেছে।
শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় এসব তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা.সেখ ফজলে রাব্বি।
তিনি জানান, সিভাসু ল্যাবে ১০০ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) নমুনা পরীক্ষায় ১৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার হাটহাজারী ও চন্দনাইশ উপজেলার ৪ জন রয়েছে। বাকি ৯ জনের মধ্যে নোয়াখালী জেলার ৫ জন, লক্ষীপুর জেলার ৩ জন ও চাঁদপুর জেলার ১ জন করে রয়েছে।
চট্টগ্রাম জেলার ৪ জনের মধ্যে ৩ জন হাটহাজারী উপজেলার এবং ১ জন চন্দনাইশ উপজেলার। হাটহাজারী উপজেলার ৩ জন হলেন, সিপি প্যালেস পুরুষ বয়স (২২), স্বাস্থ্য কর্মী পুরুষ বয়স (৪৫) ও স্বাস্থ্য কর্মী মহিলা বয়স (২৮)। চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুর পুরুষ বয়স (৬০)
এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মৃত্যু হয়েছে ৩১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫৮৪ জন।