করোনা ভাইরাসের (কোভিড-১৯) সম্ভাব্য ভ্যাকসিন সবার আগে যুক্তরাষ্ট্রকে দেবে না ফ্রান্সের ফার্মাসিউটিক্যালস কোম্পানি সানোফি।
হস্পতিবার (১৪ মে) কোম্পানিটির সিইও পল হাডসন বলেছেন, করোনার ভ্যাকসিন আবিষ্কৃত হলে পুরো বিশ্বেই দেয়া হবে এটি। এই মন্তব্যের পর ফ্রান্স সরকারের পক্ষ থেকেও চাপের মুখে পড়ে ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানটি।
এর আগে, কোম্পানিটির সিইও পল হাডসন বলেছিলেন, টিকার গবেষণায় অর্থ বিনিয়োগ করার ঝুঁকি নিয়েছে যুক্তরাষ্ট্র, ফলে তারাই পাবে সবার আগে।
এ বিষয়ে ফরাসী প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপ বলেছিলেন, সবার ভ্যাকসিন প্রাপ্যতার বিষয়টি নিয়ে কোনো আলোচনা হতে পারে না। এরপরই সানোফির পক্ষ থেকে সবার জন্য ভ্যাকসিন সমান প্রাপ্যতা নিশ্চিত করার ঘোষণা দেয়া হয়েছে।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৪৫ লাখ মানুষ এবং মারা গেছেন ৩ লক্ষাধিক মানুষ। এছাড়া বিশ্বজুড়ে কয়েক ডজন সংস্থা ওই রোগের ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালাচ্ছে।