লোহাগাড়ায় জামায়ত নেতা সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদীর সাথে গোপন বৈঠকে আলোচিত বৌদ্ধ ভিক্ষু রকি বড়ুয়ার সহযোগী লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শফিউল আজম শহীদকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৩ মে) রাতে লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজু, আব্দুল হান্নান ওমর ফারুক এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সূত্র জানায়, কথিত এই যুবলীগ নেতা আওয়ামী যুবলীগের নাম ভাঙ্গিয়ে প্রভাব বিস্তার করে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও জমি দখল করছে আসছিল। রকির সহযোগী হিসেবে গ্রেপ্তারের পর সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছিল দল থেকে তাকে বহিষ্কারের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লোহাগাড়া উপজেলা যুবলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শফিউল আজম শহীদ মানবতা বিরোধী যুদ্ধাপরাধে সাজাপ্রাপ্ত আসামী, সাঈদীর পুত্রের সাথে গোপন বৈঠক, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি, রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত হওয়ায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগঠন পরিপন্থী কাজ করায় লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য পদ থেকে শফিউল আজম শহীদকে বহিস্কার ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহীদের কোন কার্যকলাপের দায়ভার উপজেলা আওয়ামী যুবলীগ নিবেনা।
এর আগে দেশের প্রচলিত আইন ও আদালতকে তোয়াক্কা না করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসাইন সাঈদীকে বেআইনী ও ষড়যন্ত্রের মাধ্যমে মুক্ত করার লক্ষ্যে গোপন বৈঠকের ঘটনায় রকি ও তার সহযোগিদের চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া রকি বড়ুয়ার সহযোগিরা হলেন সফিউল আজম শহীদ (৪০), ছগির আহমদ (৪০), রুবেল বড়ুয়া (২৭), সাইফুল ইসলাম-নয়ন (৩৮), নারায়ন মল্লিক (৩৪) ও শাহিনা ইসলাম প্রিয়া ওরফে আমেনা (২৪)।
জানা যায়, সোমবার রাতে নগরীর পাঁচলাইশ এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে রকি বড়ুয়া তিন তলা থেকে লাফ দেয়। এতে তার দুই পা ভেঙে যায়। তার বাসায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, পিস্তলের গুলি এবং বিদেশি মদ উদ্ধার করা হয়।